মালদা-২২ নভেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে ১৯টি উট উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার বিহার সংলগ্ন মারাডাঙি গ্রাম থেকে উটগুলি উদ্ধার করে ।ট্রাকচালক সহ মোট তিনজন পাচারকারী পলাতক পুলিশ সূত্রে জানা গিয়েছে , কিছু অসাধু ব্যবসায়ী রাজস্থান থেকে এক ট্রাক ভর্তি ১৯ টি ভারতীয় উট হরিশ্চন্দ্রপুরের মারাডাঙি গ্রাম হয়ে বিহারে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেই সময় ট্রাকটিকে আটক করা হয়। উদ্ধার হওয়া উটের বাজার মূল্য ২০-২৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।